মরণোত্তর পুলিৎজার পেলেন রয়টার্সের আলোকচিত্রী দানিশ সিদ্দিকী

মরণোত্তর পুলিৎজার পেলেন রয়টার্সের আলোকচিত্রী দানিশ সিদ্দিকী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মরণোত্তর পুলিৎজার পেলেন রয়টার্সের আলোকচিত্রী দানিশ সিদ্দিকী। ২০২২ সালে মরণোত্তর পুলিৎজার পুরস্কার পেয়েছেন ভারতীয় আলোকচিত্রী দানিশ সিদ্দিকী। এ নিয়ে তাকে দ্বিতীয় বারের মতো পুলিৎজার পুরস্কার দেয়া হল। তিনি বার্তাসংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক ছিলেন। ভারতে করোনা আবহের খবর সংগ্রহের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হল। এর আগে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের ছবি বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য ২০১৮ সালে প্রথম ভারতীয় হিসেবে দানিশ এবং আদনান আবিদি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন।

 

২০২১ সালের ১৬ জুলাই আফগানিস্তানের কান্দাহারে আফগান বাহিনী এবং তালিবানের মধ্যে সংঘর্ষকালে দায়িত্ব পালনরত দানিশ নিহত হন। দানিশ ছাড়াও কোভিড আবহে বিশেষ অবদানের জন্য আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু এবং অমিত ডাভেকেও এ বছর পুলিৎজার পুরস্কার দেয়া হয়েছে। আদনানেরও এটি দ্বিতীয় পুলিৎজার পুরস্কার। সাংবাদিকতা, বই লেখা, নাটক এবং সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য পুলিৎজার পুরস্কার দেয়া হয়। কিয়েভ-মস্কো সংঘাতে সাংবাদিকতার অনবদ্য নিদর্শনের জন্য পুলিৎজার মঞ্চে ইউক্রেনের সাংবাদিকদের কথা উল্লেখ করে বিশেষ সম্মান দেয়া হয়।

আরও পড়ুন – ফের নেপালে ঘাঁটি গাড়ছে কেএলও গোষ্ঠী

উল্লেখ্য, ২০২২ সালে মরণোত্তর পুলিৎজার পুরস্কার পেয়েছেন ভারতীয় আলোকচিত্রী দানিশ সিদ্দিকী। এ নিয়ে তাকে দ্বিতীয় বারের মতো পুলিৎজার পুরস্কার দেয়া হল। তিনি বার্তাসংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক ছিলেন। ভারতে করোনা আবহের খবর সংগ্রহের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হল। এর আগে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের ছবি বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য ২০১৮ সালে প্রথম ভারতীয় হিসেবে দানিশ এবং আদনান আবিদি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন।

 

২০২১ সালের ১৬ জুলাই আফগানিস্তানের কান্দাহারে আফগান বাহিনী এবং তালিবানের মধ্যে সংঘর্ষকালে দায়িত্ব পালনরত দানিশ নিহত হন। দানিশ ছাড়াও কোভিড আবহে বিশেষ অবদানের জন্য আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু এবং অমিত ডাভেকেও এ বছর পুলিৎজার পুরস্কার দেয়া হয়েছে। আদনানেরও এটি দ্বিতীয় পুলিৎজার পুরস্কার। সাংবাদিকতা, বই লেখা, নাটক এবং সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য পুলিৎজার পুরস্কার দেয়া হয়। কিয়েভ-মস্কো সংঘাতে সাংবাদিকতার অনবদ্য নিদর্শনের জন্য পুলিৎজার মঞ্চে ইউক্রেনের সাংবাদিকদের কথা উল্লেখ করে বিশেষ সম্মান দেয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top