বাড়ছে শীতের কামড়, আজ এই মরশুমের শীতলতম দিন। পরিষ্কার আকাশে বইছে উত্তুরে হিমেল হাওয়া। যার জেরে ডিসেম্বরে রীতিমতো কাঁপুনি দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ একাধিক জেলায় শনিবার আরও বেশ কিছুটা কমল তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আজ এই মরশুমের শীতলতম দিন। এই বছরের মধ্যে এটি তৃতীয় শীতলতম দিন, এমনটাই খবর। তবে রবিবার থেকে তাপমাত্রা আরও কমবে। সোম- মঙ্গলে জারি থাকবে দক্ষিণবঙ্গে জারি থাকবে শৈত্যপ্রবাহ।
শনিবার কলকাতা-সহ জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। শুক্রবারও অনেকটাই কমেছিল তাপমাত্রা। কিন্তু শনিবার তা আরও কমল। যদিও সর্বনিম্ন তাপমাত্রা কমলেও সর্বোচ্চ তাপমাত্রা শুক্রের তুলনায় বেশিই থাকবে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদপতন অব্যাহত। সান্দাকফুতে আগামি ৪৮ ঘন্টায় হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও উত্তর পশ্চিম ভারতের থেকে প্রবল হিমেল হাওয়া বাধাহীনভাবে প্রবেশ করছে রাজ্যে। এ সপ্তাহের শুরু থেকেই দুরন্ত ব্যাটিংয়ে ইনিংস সাজাচ্ছে শীত। বড়দিন কাটিয়ে নতুন বছর অবধি এমনট আবহাওয়া পাওয়া যাবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।
যদিও জলীয় বাষ্প বৃদ্ধি পেলে তাপমাত্রা ফের বাড়বে। আপাতত সে সম্ভাবনা প্রায় নেই।আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৩৭ শতাংশ।
উত্তরে হাওয়ার দাপটে শনিবার আরও শীতল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া পরিষ্কার থাকার পাশাপাশি শুকনো থাকার সম্ভাবনা।
আর ও পড়ুন প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ
আগামী তিনদিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের সব জায়গার আবহাওয়া শুকনো থাকবে এবং আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের থেকেও কমে গিয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।