নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪পরগণা,১৯ জুন:- মরশুমের প্রথম ইলিশ ঢুকলো বাজারে। দীর্ঘ প্রতীক্ষার পর, কয়েক হাজার ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল মাছ ধরতে। আজই প্রথম ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার এলাকার মাছের বাজারে প্রায় কুড়ি টন ইলিশ মাছ ঢুকেছে। পাশাপাশি এদিন মাছের বাজারে করোনা আবহের কারণে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এদিন ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজারের কর্মীদের থার্মাল স্ক্রিনিং এর পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়, এমনকি পুরো বাজার স্যানিটাইজ করা হয়।
প্রশাসনের উদ্যোগের এদিন নগেন্দ্র বাজার মাছের আরত খোলা হয়। ডায়মন্ড হারবারে সহ মৎস্য অধিকর্তা জয়ন্ত প্রধান, দক্ষিণ 24 পরগনা জেলা মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ উমাপদ পুরকায়েত , ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা ও ডায়মন্ড হারবারের পুলিশ আধিকারিক শান্তনু সেন উপস্থিত থেকে পুরো বিষয়টি তদারকি করেন।
মরশুমের প্রথম ইলিশ ঢুকলো বাজারে।
মরশুমের প্রথম ইলিশ ঢুকলো বাজারে।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram