পুজোর মরসুমে ব্যাঙ্কের ছুটির লিস্ট দেখে নিন

পুজোর মরসুমে ব্যাঙ্কের ছুটির লিস্ট দেখে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মরসুমে

পুজোর মরসুমে ব্যাঙ্কের ছুটির লিস্ট দেখে নিন। পুজো আর উৎসবের মরসুমে ব্যাঙ্কের কোনও কাজ আছে, তাহলে অবশ্যই আগে ছুটির লিস্ট দেখে নিন।তাই ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে আগেভাগেই সেরে রাখা ভাল। নইলে উৎসবের মরশুমে পস্তাতে হতে পারে। তবে জানা গিয়েছে, ব্যাঙ্কের টানা ছুটিতেও স্বাভাবিক ভাবেই মিলবে ATM পরিষেবা বা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা।

 

ব্যাঙ্কের ছুটির দিনগুলিতেও নেট ব্যাঙ্কিং বা ATM পরিষেবা চালু থাকায় কোনও সমস্যাই হবে না। রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷ এই ছুটি নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলের উৎসবের সঙ্গে সম্পর্কিত। তাই এখানে ব্যাঙ্কের ছুটির তালিকা  দেওয়া হল। আপনার  ব্যাঙ্কে যাওয়ার আগে একবার চোখ গুলিয়ে নিন।

 

আর ও  পড়ুন      দিল্লিতে দেখা দিয়েছে ব্ল্যাক আউটের আশঙ্কা, কেন? জানুন

 

  • অক্টোবর ১২: দুর্গাপুজো মহাসপ্তমী(আগরতলা, কলকাতা)।
  • অক্টোবর ১৩: দুর্গাপুজো মহাঅষ্টমী(আগরতলা, ভূবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল , কলকাতা, রাঁচি, পটনা)।
  •  অক্টোবর ১৪: দুর্গাপুজো মহানবমী/দশেরা/অযুথা পুজা (আগরতলা , বেঙ্গালুরু , চেন্নাই, গ্যাংটক , গুয়াহাটি , কানপুর , কোচি , কলকাতা , লখনউ , পটনা , রাঁচি , শিলং , তিরুবনন্তপূরমে)।
  • অক্টোবর ১৫: দুর্গাপুজো বিজয়া দশমী/ দশেরা (সিমলা ও ইম্ফল ছাড়া সারা দেশেই বন্ধ থাকবে)।
  •  অক্টোবর ১৬: দুর্গা পূজা (দশাইন)-  কেবল গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • অক্টোবর ১৭: রবিবার।
  • অক্টোবর ১৮: বিহুর  জন্য গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷
  •  অক্টোবর ১৯: ঈদ-ই-মিলাদ/ইদ-এ-শরীফ/মিলাদ-এ-শরীফ/বারাবফাত- এই কারণে আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল , চণ্ডীগড়, কলকাতা ও সিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম ৷
  • অক্টোবর ২০: মহর্ষি বল্মিকির জন্মদিন/লক্ষ্মীপুজো/ঈদ-এ-মিলাদ এই উপলক্ষ্যে আগরতলা , বেঙ্গালুরু , চণ্ডীগড় , কলকাতা  ও সিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
  • অক্টোবর ২২: শুক্রবার ও ঈদ-ই-মিলাদুল-নবি (জম্মু, শ্রীনগর)।
  • অক্টোবর ২৩: মাসের চতুর্থ শনিবার।
  • অক্টোবর ২৪: রবিবার।
  •  অক্টোবর ২৬: অধিগ্রহণ দিন (জম্মু, শ্রীনগর)।
  • অক্টোবর ৩১: রবিবার।

উল্লেখ্য,  পুজো আর উৎসবের মরসুমে ব্যাঙ্কের কোনও কাজ আছে, তাহলে অবশ্যই আগে ছুটির লিস্ট দেখে নিন।তাই ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে আগেভাগেই সেরে রাখা ভাল। নইলে উৎসবের মরশুমে পস্তাতে হতে পারে। তবে জানা গিয়েছে, ব্যাঙ্কের টানা ছুটিতেও স্বাভাবিক ভাবেই মিলবে ATM পরিষেবা বা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা।  ব্যাঙ্কের ছুটির দিনগুলিতেও নেট ব্যাঙ্কিং বা ATM পরিষেবা চালু থাকায় কোনও সমস্যাই হবে না।

 

রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷ এই ছুটি নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলের উৎসবের সঙ্গে সম্পর্কিত। তাই এখানে ব্যাঙ্কের ছুটির তালিকা  দেওয়া হল। আপনার  ব্যাঙ্কে যাওয়ার আগে একবার চোখ গুলিয়ে নিন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top