মরিশাস – মরিশাস সফরে গেলেন নরেন্দ্র মোদী । এই নিয়ে পঞ্চমবার পূর্ব আফ্রিকার ওই দ্বীপরাষ্ট্রে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মঙ্গলবার দুদিনের সফর সূচি নিয়ে মরিশাস পৌঁছলেন তিনি। মোদীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে পৌঁছে গিয়েছিলেন মরিশাস প্রধানমন্ত্রী নবীন রামগুলাম এবং গোটা মন্ত্রিসভা।
শুধু তাই নয়, মোদীর আগমনে এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন দ্বীপরাষ্ট্রের প্রধান বিচারপতিরাও। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর ভারতের প্রধানমন্ত্রীর জন্যে আয়োজন করা হয়েছিল বিশেষ চমক। মরিশাসের ঐতিহ্যবাহী ভোজপুরি সঙ্গীত শিল্প, ‘গীত গাওয়াই’ পরিবেশন করা হয় তাঁর সামনে। ভারতের ভোজপুরি-ভাষী মহিলারা দ্বীপরাষ্ট্রে এই সাংস্কৃতিক ঐতিহ্যের লালন করছেন। ২০১৬ সাল ডিসেম্বরে ইউনেস্কো ‘গীত গাওয়াই’কে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত করেছে।




















