মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত নয়জন। ধান জমিতে দিনমজুরের তথা ধান পোতার কাজ করে বাড়ি ফেরার পথে অটোর সাথে সরকারি বাসের ধাক্কায় অটো চালক সহ মোট নয়জনের মৃত্যু ঘটে মঙ্গলবার বিকেলে। জানা যায় রানিগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের মল্লারপুর থানার কাছে তেলডা ব্রিজের কাছে রামপুরহাট দিক থেকে মল্লারপুরের দিকে আসা সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে।
বাসের সম্মুখে সাজোরে ধাক্কা লাগায় অটো টিকে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে দেয়। অটোর কিছু যাত্রী গাড়ি থেকে ছিটকে হাই রোডের উপর পড়ে এবং কিছু যাত্রী গাড়ির ভিতরে চাপে পড়ে মারা যায়, দূরঘটনাগ্রস্থ গাড়ি দুটি দেখলেই সে চিত্র পরিস্কার । নিহতরা সকলেই রামপুরহাট থানার কাষ্টগড়া পঞ্চায়েতের পারকান্দি গ্রামের আদিবাসী পরিবারের।
আরও পড়ুন – জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
দূর্ঘটনার খবর পাওয়া মাত্র মল্লারপুর ও রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই সাথে দমকল বাহিনী ও এসে দূরঘটনাগ্রস্থ ব্যাক্তিদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অটোতে থাকা যাত্রীসকলেই পার্শ্ববর্তী গ্রামে দিনমজুর হিসেবে হিসেবে গিয়েছিল ধান পোতার কাজে, বিকেল দিকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দূর্ঘটনার কবলে পড়ে মারা যায়। ঘটনার পর জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ। পুলিশ ও দমকল বাহিনী মৃতদেহ উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়ার পর যানচলাচল শুরু হয়।
মৃতদের পরিচয়ে জানা যায় সীতারাম হেমরম(২২), হোপেনকুরি সরেন(৪০), সনদি হেমরম(৪০), বাসন্তী সরেন (২৭), শেকিলা হেমরম (৪৫), হোপন হেমরম (৩২), জসোমতি হেমরম (৫৫), মাকু হেমরম (১৮), লক্ষী হাসদা (৩৫) । মৃতের সংখ্যা মোট নয়জন,একজন পুরুষ ও আটজন মহিলা যারমধ্যে একজন নবম শ্রেণীর ছাত্রী রয়েছে।
উল্লেখ্য, মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত নয়জন। ধান জমিতে দিনমজুরের তথা ধান পোতার কাজ করে বাড়ি ফেরার পথে অটোর সাথে সরকারি বাসের ধাক্কায় অটো চালক সহ মোট নয়জনের মৃত্যু ঘটে মঙ্গলবার বিকেলে। জানা যায় রানিগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের মল্লারপুর থানার কাছে তেলডা ব্রিজের কাছে রামপুরহাট দিক থেকে মল্লারপুরের দিকে আসা সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে।