মধ্যপ্রদেশ – মধ্যপ্রদেশের জবলপুরে রবিবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে মহারাষ্ট্রের নাগপুরগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং ২৫ জনের বেশি যাত্রী আহত হন। দুর্ঘটনাটি বরগি থানা এলাকার রমনপুর উপত্যকায় ভোর ৪টার দিকে ঘটে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে বাসচালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে-তারা হলেন হায়দরাবাদের বাসিন্দা মালাম্মা (৪৫), নাগপুরের শুভম মেশ্রাম (২৮) এবং আমোল খোডে (৪২)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের লখনাদৌন এবং জবলপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই দুর্ঘটনা যাত্রীদের মধ্যে শোকের ছায়া ফেলেছে। প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
