মর্যাদার সাথে পালিত রাজবংশী ভাষা দিবস। শুক্রবার কোচবিহার ল্যান্স ডাউন হলে মর্যাদার সাথে পালিত হলো রাজবংশী ভাষা দিবস ২০২২। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন সহ অন্যান্যরা। এদিনের এই মঞ্চ থেকে বিখ্যাত রাজবংশী যাত্রা ও অণুনাটক রচয়িতা গুণেশ্বর অধিকারীকে রাজবংশী ভাষা সম্মান প্রদান করা হয়।
এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে রাজবংশী ভাষায় একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন বলেন, প্রতিবছর মর্যাদার সাথে এই দিনটি পালন করে আসছি। রাজবংশী জনজাতির সাধারণ মানুষকে ভবিষ্যতে যাতে আরো সমৃদ্ধিশালী করে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যেই আমরা এই দিনটি পালন করে থাকি। আজকের এই ভাষা দিবসের মঞ্চ থেকে বিখ্যাত রাজবংশী যাত্রা ও অণুনাটক রচয়িতা গুণেশ্বর অধিকারীকে আমরা রাজবংশী ভাষা সম্মান প্রদান করলাম।
প্রসঙ্গত, বিগত দু’বছর ধরে রাজবংশী ভাষাকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজবংশী ভাষা কোচবিহার সহ যাতে বিভিন্ন জায়গায় তার নিজস্বতা নিয়ে উঠে আসতে পারে সেই কারণে রাজ্য সরকার বিশেষ উদ্যোগও গ্রহণ করেছে। বর্তমানে কিছু রাজবংশী যুবক-যুবতী এই ভাষাকে নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এই রাজবংশী ভাষাকে আগামী দিনে যাতে জনসমক্ষে তুলে আনা যায় সেই জন্যই রাজবংশী ভাষা দিবস পালন করা হয় বলে জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার কোচবিহার ল্যান্স ডাউন হলে মর্যাদার সাথে পালিত হলো রাজবংশী ভাষা দিবস ২০২২।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন সহ অন্যান্যরা। এদিনের এই মঞ্চ থেকে বিখ্যাত রাজবংশী যাত্রা ও অণুনাটক রচয়িতা গুণেশ্বর অধিকারীকে রাজবংশী ভাষা সম্মান প্রদান করা হয়।
এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে রাজবংশী ভাষায় একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন বলেন, প্রতিবছর মর্যাদার সাথে এই দিনটি পালন করে আসছি। রাজবংশী জনজাতির সাধারণ মানুষকে ভবিষ্যতে যাতে আরো সমৃদ্ধিশালী করে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যেই আমরা এই দিনটি পালন করে থাকি। আজকের এই ভাষা দিবসের মঞ্চ থেকে বিখ্যাত রাজবংশী যাত্রা ও অণুনাটক রচয়িতা গুণেশ্বর অধিকারীকে আমরা রাজবংশী ভাষা সম্মান প্রদান করলাম।