মূল্যবৃদ্ধির জেরে হেসেলে জ্বলছে আগুন, দিল্লী থেকে মোদী সরকারকে উৎখাতের শপথ নিয়ে দক্ষিণ দিনাজপুরে জ্বলন্ত মশাল হাতে নিয়ে মহিলারা পা মেলালেন ২১শে জুলাইয়ের জনসভার প্রচার মিছিলে। ২১ জুলাই দিনটি আসতে আর দিন কয়েক অপেক্ষা মাত্র ।
২১শে জুলাইয়ে কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলা শহীদ দিবসের জনসভাকে সফল করে তুলতে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় এবং বিভিন্ন শাখা সংগঠনের প্রচার পর্ব প্রায় অন্তিম পর্যায়ে। তৃণমূলের দলীয় সূত্রে খবর ১৮-ই জুলাই থেকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক কলকাতা অভিমুখে ট্রেনে-বাসে-গাড়িতে চেপে রওনা হবে। তার পূর্বে প্রচার পর্বের অন্তিম লগ্নে রবিবার সন্ধ্যায় ২১শে জুলাইয়ের জনসভার প্রচারে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে বালুরঘাট ব্লকের কামারপাড়া হাট এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন – দমকল, পশুপ্রেমী সংগঠন,এবং স্থানীয়দের দুঘন্টার চেষ্টায় সফল অপারেশন ” বুল ”
মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি উজ্বল বসাক। জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী-র নেতৃত্বে মহিলা তৃণমূল কর্মীরা এদিন মশাল হাতে নিয়ে মিছিল আরম্ভ করার পর প্রচুর সাধারণ মহিলারা বাড়ি থেকে বের হয়ে মিছিলে পা মেলান। যদিও অতিরিক্ত মশাল না থাকার কারনে সাধারণ মহিলাদের অনেকেরই হাতে এদিন মশাল তুলে দিতে পারেনি মহিলা তৃণমূল নেতৃত্ব।
এদিনের মশাল মিছিলে পা মেলানো একাধিক সাধারণ মহিলার বক্তব্য দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি-গ্যাসের দাম বৃদ্ধির ফলে তাদের সংসার চালাতে অসুবিধা হচ্ছে, যে কারনে তারা চান কেন্দ্রীয় সরকারের বদল হোক। অপরদিকে এদিনের মশাল মিছিলে সাধারণ মহিলাদের সামিল হওয়া প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী বলেন ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমগুলিও অনুমান করে বলছে আমাদের নেত্রী ২১-এর মঞ্চ থেকে ২৩-এর বার্তা ২৪-এর বার্তা দিতে পারেন। তিনি বলেন শুধুমাত্র ২১শে জুলাইয়ের জনসভার প্রচার হিসাবে নয় আজকে আমাদের জেলার মা-বোনেরা মশাল হাতে নিয়ে দিল্লী থেকে মোদী সরকারকে উৎখাত করার সংকল্প নিয়ে রাস্তায় বেড়িয়েছে।