নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,৮ ই আগস্ট :টানা বৃষ্টিতে ভিজে লাঠি হাতে প্রায় আড়াই ঘণ্টা রাস্তা অবরোধ করল মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা। ধর্মীয় স্লোগান তুলে লাঠি হাতে ভাঙড় ঘটকপুকুর রাস্তা অবরোধ করে। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে ভাঙড় থানা থাকলেও পুলিশ কোন রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। অবরোধকারীদের দাবি এলাকার কিছু দুষ্কৃতী প্রশাসনকে টাকা খাইয়ে মসজিদের জমিতে জোর করে ঘর করছিল। এর আগে ও এই জমি নিয়ে ঝামেলা হয়েছিল। তখন পুলিশকে বললে এতদিন কাজ বন্ধ ছিল। এরপর রাজনৈতিক নেতা ও পুলিশদের টাকা দিয়ে এই ঘর করছিল বলে দাবি কারণ হিসেবে জানায়, ঘর তৈরি হচ্ছে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ কোন রকম ব্যবস্থা নেয়নি বলে দাবি। এরপর মসজিদ কমিটি স্থানীয় বাসিন্দাদের কে সঙ্গে নিয়ে বাঁশ লাঠি নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় তারা ভাঙড় কলেজ মোড়ে অবরোধ শুরু করে। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ভাঙড় ঘটকপুকুরের ওই রাস্তায়।
তাদের দাবি পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে রাস্তা অবরোধের পাশাপাশি আরো বড় আন্দোলনে নামবে। অবরোধ কারীরা জানায় পুলিশ দায়িত্ব নিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ঘরটি ভেঙে দিক তা নাহলে অবরোধ চলবে। কিন্তু পুলিশ তাদের দাবি কে গুরুত্ব না দিয়ে চুপচাপ থাকায় তারা রাস্তা অবরোধ করতে থাকে। টানা আড়াই ঘণ্টা রাস্তা অবরোধের পর নিজেরাই উত্তেজিত হয় ভাঙচুর করে নতুন তৈরি হওয়া এই ঘরটিতে। ঘটনার পর থেকে পলাতক দুষ্কৃতীরা বলে পুলিশ সূত্রে খবর। ভাংচুরের পর পুলিশ এসে অবরোধ তুলে নেওয়ার কথা বলেন এর পাশাপাশি আগামী দিন ওই জমির প্রকৃত মালিক কে তা জানা অবধি কোন রকম ঘর হবে না বলে ও আশ্বাস দেয়। ভাঙড় ঘটকপুকুর রাস্তা আড়াই ঘণ্টা অবরুদ্ধ হয়ে থাকার পর অবরোধ তুলে নেয় মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা।