মসজিদের ভেতরে নারীর উপর বর্বর হামলা!

মসজিদের ভেতরে নারীর উপর বর্বর হামলা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কর্ণাটক- কর্ণাটকের তাভারেকেরে গ্রামে এক মসজিদের বাইরে ৩৮ বছর বয়সী শাবিনা বানুর উপর লাঠি ও পাইপ দিয়ে নৃশংস হামলার ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। শাবিনার অভিযোগ, তার স্বামী জামিল আহমেদ শামিরের মসজিদে দায়ের করা অভিযোগের জেরে তাকে, তার আত্মীয় নাসরিন ও ফায়াজ নামে একজনকে জামে মসজিদে ডেকে এনে এই হামলা চালানো হয়।ভিডিও ফুটেজে ধরা পড়া এই ঘটনা অনলাইনে ছড়িয়ে পড়ায় পুলিশ ছয়জন-মোহাম্মদ নিয়াজ, মোহাম্মদ গাউসপীর, চাঁদ বাশা, ইনায়েত উল্লাহ, দস্তগীর ও রসুলকে গ্রেপ্তার করেছে।



শাবিনা জানান, ৭ এপ্রিল নাসরিন তার বাড়িতে আসেন এবং ফায়াজও দেখা করতে আসেন। জামিল বাড়ি ফিরে তাদের দেখে ক্ষুব্ধ হন এবং মসজিদে অভিযোগ করেন। এরপর তিনজনকে মসজিদে ডাকা হলে শাবিনার উপর হামলা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ধারায় দায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিশেষ তদন্ত দল গঠন করেছে।এই ঘটনা স্থানীয় সম্প্রদায়ে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, পারিবারিক বিরোধের এমন সহিংস রূপ সামাজিক সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরে। তদন্ত অব্যাহত রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top