রাজস্থান -পহেলগাঁও হামলার প্রেক্ষিতে মসজিদের সামনে আপত্তিকর ভাষায় স্লোগান দিয়ে ও দুর্ব্যবহার করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন রাজস্থানের বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য। পুলিসে অভিযোগও দায়ের হয়। চাপের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হলেন তিনি। এক্স হ্যান্ডলের মাধ্যমে এক ভিডিও বার্তায় বালমুকুন্দ জানিয়েছেন, তাঁর কথায় বা পোস্টারে যদি কারও ভাবাবেগে আঘাত লেগে থাকে, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী।কোনও ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। বর্তমান সময়ে সকলের একসঙ্গে থাকা জরুরি।শুক্রবার রাতে ঘটনার সূত্রপাত। পহেলগাঁওতে পর্যটকদের হত্যার প্রতিবাদে জয়পুর শহরের চারদিওয়ারি এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন হাওয়া মহলের বিধায়ক বালমুকুন্দ। সেই সময় শহরের জামা মসজিদের দেওয়ালে ‘পাকিস্তান মুর্দাবাদ’ পোস্টার লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। একইসঙ্গে কুরুচিকর ভাষায় স্লোগান দিতে শুরু করেন বিধায়ক। এমনকী মসজিদে জুতো পায়ে ঢুকেও পড়েন। এরপরই জয়পুরের হাওয়া মহল প্যালেসের কাছে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। বিধায়কের নামে ধর্মীয় ভাবাবেগে আঘাত ও ধর্মীয় ঐক্য নষ্ট করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়। সূত্রের খবর, বালমুকুন্দের এমন আচরণ রাজ্য বিজেপিও ভালোভাবে নেয়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এরপরই ক্ষমা চাইতে বাধ্য হন বালমুকুন্দ।
