রবিবার অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং পাহাড়ে জিটিএ নির্বাচন। এই দুই নির্বাচনকে কেন্দ্র করে চলছে জোরদার প্রস্তুতি। বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে যেতে শুরু করেছে ভোট কর্মীরা। জিটিএ নির্বাচনে ৪৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ২৭৭জন প্রার্থী তার মধ্যে ২১০ জন নির্দল প্রার্থী বিজিপিএম ৩৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে, এই নির্বাচনে হামরো পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪৫জন। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে ১০ জন সিপিএমের ১২জন এই প্রতিদ্বন্দিতায় অবতীর্ণ হয়েছে।
জিটিএ নির্বাচনে মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৯২২টি। পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রধান ৯টি আসনের লড়াই যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি ৯টি আসনেই প্রতিদ্বন্দ্বীতা করছে, এছাড়া বামেরা ৮টি ও কংগ্রেস ৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। শিলিগুড়ি মহকুমা নির্বাচনে ২২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ৪৬২টি আসন ও ৪টি পঞ্চায়েত সমিতিতে রয়েছে ৬৬টি আসন। জার জন্য রয়েছে ৬৫৭টি ভোট গ্রহণ কেন্দ্র।
আরও পড়ুন – টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের, বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ৪
মোট ভোটারের সংখ্যা রয়েছে ৫২৭৯৮৩জন। শিলিগুড়ি মহকুমা নির্বাচনের ডিসি আরসি করা হয়েছে মাটিগাড়া নরসিংহ বিদ্যাপীঠে। সকাল থেকেই ভোট কর্মীরা তাদের কাজ বুঝে নিয়ে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে ছুটে যাচ্ছে। শিলিগুড়ির শান্তিপূর্ণ নির্বাচনের ধারাকে বজায় রাখতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলকাকে। অন্যদিকে দার্জিলিং, কার্শিয়াং,কালিম্পং এর ডিসিআরসি থেকে ইতিমধ্যে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে পারি দিচ্ছে ভোট কর্মীরা। পাহাড়ে জিটিএ নির্বাচনের প্রধান ৩টি মুখ রয়েছে তৃণমূল কংগ্রেস থেকে বিনয় তামাং, হামরো পার্টি থেকে অজয় এডওয়ার্ড পাশাপাশি কর্শিয়াং এর ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অনিত থাপা। মহকুমা পরিষদ