মহকুমা শাসকের গাড়ির ধাক্কায় মৃতের পরিবারকে দু লক্ষ টাকা ও চাকরির আশ্বাস প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের। মহকুমা শাসকের গাড়ির ধাক্কায় মৃতের পরিবারকে দু লক্ষ টাকা ও চাকরির আশ্বাস দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবারও মালদহ সদর মহকুমা শাসকের গাড়ির ধাক্কায় মৃত যুবক পাপ্পু দাসের বাড়িতে যান। সঙ্গে ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া ও অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী।
এছাড়াও পুরাতন মালদহ ব্লকের বিডিও ইরফান হাবিব সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা। সঙ্গে ছিল ২ লক্ষ টাকার চেকও। পরিবারের একজনের চাকরির দাবি ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। এরই পাশাপাশি মৃতের পরিবারকে সব ধরনের সাহায্যেরও আশ্বাস দিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। যদিও মৃতের পরিবারের দাবি ছিল এক মাসের মধ্যে চাকরির ব্যবস্থা করে দেওয়ার।
প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন,’ বিষয়টি মুখ্যমন্ত্রী নিজে দেখছেন। মুখ্যমন্ত্রীই ২ লক্ষ টাকার চেক পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা এসেছি। ওঁরা চাকরির দাবি জানিয়েছে। আমরা বিষয়টি দেখছি। এর পর তিনি আরও বলেন,’আমি সকলের কাছে আবেদন করছি, দয়া করে ওদের কেউ বিভ্রান্ত করবেন না। ওরা যা চাইছে তার থেকেও বেশি সাহায্য করব আমরা।রবিবার রাতে সদর মহকুমা শাসকের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় পুরাতন মালদহের বালা সাহাপুরের এক যুবকের। । ঘটনায় আহত হন ওই যুবকের স্ত্রী ও শিশুও।
তবে গাড়িতে সদর মহকুমা শাসক ছিলেন কিনা এবং গাড়িটি কে চালাচ্ছিলেন তা নিয়ে পুলিশ বা প্রশাসন কেউই মুখ খুলছেন না।। মৃতের স্ত্রী’র অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক, তারই জেরে দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে মৃতের জখম স্ত্রী ও কন্যাসন্তানকে দেখতে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী।
তাঁর সামনে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবার।ঘটনার পর থেকেই চরম অসন্তোষ শুরু হয় তার পরিবারে, উত্তপ্ত হয় এলাকা। তীব্র বিক্ষোভ দেখা দেয়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সোমবার রাতে পরিবারের সাথে দেখা করতে যান রাজ্যের প্রতিমন্ত্রী ও সরকারি আধিকারিকেরা। তাঁরা দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
গতকাল মত এদিনও মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।শোকগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে গিয়েছিলেন জেলাশাসক-সহ প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিক রাজ্য সরকারের তরফে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ২ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। মৃতের পরিবারের পশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।