মহরম কে কেন্দ্র করে সেজে উঠেছে ডুয়ার্সের ওদলাবাড়ি। মহরমকে কেন্দ্র করে সেজে উঠেছে ওদলাবাড়ির বিভিন্ন এলাকা। রাস্তায় রাস্তায় বিভিন্ন রং এর ঝান্ডা লাগিয়ে সাজানো হয়েছে ওদলাবাড়ি সহড়। মঙ্গলবার বিকেলে ওদলাবাড়ি হিন্দি স্কুল এলাকা থেকে মহরম কমিটির পক্ষ থেকে এক পদযাত্রা বের হয়। কমেটির পক্ষ থেকে তাজিয়া বের করা হয়। তাজিয়া আলোকমালায় সাজিয়ে তোলা হয়।
সঙ্গে ছিলো বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টি। ছোট থেকে বড় সবাই হাজির হয় এই পদ্যাত্রায়। তাজিয়া নিয়ে ওদলাবাড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে মহরম কমেটির সদস্য এবং মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। জায়গায় জায়গায় চলে লাঠি খেলা। এদিন মহরমের তাজিয়া এবং লাঠি খেলা দেখতে প্রচুর মানুষের ভির হয়। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাস্তায় রাস্তায় মোতায়েন ছিলো প্রছুর পুলিশ। শান্তি পুর্ন ভাবে চলছে মহরম ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
আরও পড়ুন – জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
উল্লেখ্য, মহরমকে কেন্দ্র করে সেজে উঠেছে ওদলাবাড়ির বিভিন্ন এলাকা। রাস্তায় রাস্তায় বিভিন্ন রং এর ঝান্ডা লাগিয়ে সাজানো হয়েছে ওদলাবাড়ি সহড়। মঙ্গলবার বিকেলে ওদলাবাড়ি হিন্দি স্কুল এলাকা থেকে মহরম কমিটির পক্ষ থেকে এক পদযাত্রা বের হয়।
কমেটির পক্ষ থেকে তাজিয়া বের করা হয়। তাজিয়া আলোকমালায় সাজিয়ে তোলা হয়। সঙ্গে ছিলো বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টি। ছোট থেকে বড় সবাই হাজির হয় এই পদ্যাত্রায়। তাজিয়া নিয়ে ওদলাবাড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে মহরম কমেটির সদস্য এবং মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। জায়গায় জায়গায় চলে লাঠি খেলা। এদিন মহরমের তাজিয়া এবং লাঠি খেলা দেখতে প্রচুর মানুষের ভির হয়। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাস্তায় রাস্তায় মোতায়েন ছিলো প্রছুর পুলিশ। শান্তি পুর্ন ভাবে চলছে মহরম ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মহরম কে কেন্দ্র করে