দেশ – ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। মঙ্গলবার তিনি সফলভাবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে এসেছেন। প্রশান্ত মহাসাগরে দুপুর ৩টার পর তার ক্যাপসুল অবতরণ করে। গোটা অভিযানটি তত্ত্বাবধান করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
শুভাংশু শুক্লা টানা ১৮ দিন মহাকাশে অবস্থান করেছিলেন। এই সময়কালে তিনি গুরুত্বপূর্ণ গবেষণা ও পর্যবেক্ষণ চালান। পৃথিবীতে ফিরে আসার পর তার শারীরিক পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা মহলে তার সাফল্য নিয়ে চর্চা চলছে।
এই প্রথমবার কোনও ভারতীয় মহাকাশচারী এমন দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক মিশনের অংশ হয়ে সফলভাবে ফিরে এলেন। জাতীয় গর্বের বিষয় হয়ে উঠেছে এই সাফল্য। শুভাংশুর সাহসিকতা ও সাফল্য ভবিষ্যৎ ভারতীয় মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
