মহাকুম্ভের উপার্জন থেকে এসইউভি কিনে ফেললেন সাধু

মহাকুম্ভের উপার্জন থেকে এসইউভি কিনে ফেললেন সাধু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – এক হাত সেই যে উপরে তুলেছিলেন, ২০ বছর পার হয়ে গিয়েছে তবুও সেই হাত নামাননি। চলতি বছরে প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে এমনই দাবি করেছিলেন এক ব্যক্তি। সাধুবেশে সেখানেই দিনের পর দিন কাটিয়েছেন। উপার্জনও কম করেননি তিনি। সম্প্রতি সেই উপার্জিত টাকাই খরচ করেছেন সেই ব্যক্তি। মহাকুম্ভের উপার্জন দিয়ে বিলাসবহুল গাড়ি কিনে ফেলেছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।



‘মুকেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক হাত উপরে তুলে গাড়ির শোরুমে দাঁড়িয়ে রয়েছেন এক সাধু। এক হাত মুঠো করে ফুল নিয়েছেন তিনি। শোরুমে রাখা বিলাসবহুল গাড়ির উপর থেকে লাল কাপড় সরিয়ে ফেলতেই সেই গাড়ির চালকের আসনে বসে পড়লেন সেই সাধু। গাড়ির সামনের বোর্ডে ফুল রেখে এক হাত দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে শোরুম থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন তিনি। এই ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি।তবে নেটাগরিকদের অধিকাংশের দাবি, সেই সাধু যে মহাকুম্ভ থেকে উপার্জিত অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি কিনেছেন। চলতি বছরের মহাকুম্ভের মেলায় গিয়েছিলেন তিনি। সাধুর দাবি, ২০ বছর ধরে একই ভাবে একটি হাত উপরে তুলে রয়েছেন তিনি। একটি বারের জন্যও সেই হাত নামাননি। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক হাত দিয়েই সমস্ত কাজ সারছেন তিনি। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘এর পর চাকরিবাকরি ছেড়ে দিয়ে মহাকুম্ভে চলে যাব।’’ আবার এক জনের কথায়, ‘‘মহাকুম্ভে গিয়ে স্বপ্নপূরণ করেছেন এই সাধু। সবই ত্যাগ-পুণ্যের ফল।’’

মহাকুম্ভের মেলায় গিয়ে ভাগ্য খুলে গিয়েছে মোনালিসা নামের এক তরুণীরও। প্রয়াগরাজের কুম্ভমেলায় গিয়েছিলেন পুঁতির মালা বিক্রি করতে। সেখানেই কোনও এক নেটপ্রভাবীর ক্যামেরায় বন্দি হয়ে পড়েছিলেন তিনি। তার পরেই তরুণীর ভাগ্য নতুন মোড় নিয়ে ফেলে। পুণ্যস্নানের পাশাপাশি মহাকুম্ভের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন এই মোনালিসা। ইতিমধ্যেই তিনি ডাক পাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য। এমনকি, বলিপাড়া থেকে অভিনয়ের জন্যও ডাক পেয়েছেন মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top