মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠানে মাতৃভাষা সুরক্ষায় দৃপ্ত বার্তা মুখ্যমন্ত্রীর

মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠানে মাতৃভাষা সুরক্ষায় দৃপ্ত বার্তা মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – ২৪ জুলাই, মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবসে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ‘মহানায়ক সম্মান ২০২৫’ প্রদান অনুষ্ঠান। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতায় উত্তমকুমারকে শ্রদ্ধা জানিয়ে বলেন, “তিনি আমাদের দেশের গর্ব, জাতির গর্ব, সংস্কৃতির গর্ব।”

২০১২ সাল থেকে বাংলা চলচ্চিত্র জগতের গুণী শিল্পীদের ‘মহানায়ক সম্মান’ দিয়ে আসছে রাজ্য সরকার—এ কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

তবে আবেগঘন এই সভাতেই হঠাৎ প্রতিবাদী সুরে মুখ্যমন্ত্রী মাতৃভাষা সুরক্ষার আহ্বান জানান। তিনি বলেন, “ভাষা, সভ্যতা ও সংস্কৃতি জাতির মেরুদণ্ড। অথচ আজ বাংলা ভাষার উপর চলছে ভাষা-সন্ত্রাস। বাংলা বলার অপরাধে কাউকে জেলে যেতে হচ্ছে, কাউকে দেশান্তরী করা হচ্ছে। দরকার পড়লে আবার ভাষা আন্দোলন হবে।”

তিনি জানান, বাংলা ভাষা বিশ্বে পঞ্চম এবং এশিয়ায় দ্বিতীয় স্থানে। তবুও বাংলাভাষীদের বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার ও হয়রানির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাষা রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমের ভাষা—এই ভাষার ওপর সন্ত্রাস চলবে না।”

তিনি আরও বলেন, “আমি অন্য ভাষাকে অসম্মান করি না। কিন্তু বাংলার শিল্প-সংস্কৃতি, গান-বাজনা ও সিনেমার যথোচিত সম্মান চাই।” পাশাপাশি ২৭ জুলাই ‘নানুর দিবস’ থেকে প্রতিটি শনিবার ও রবিবার পথে নামার ডাক দেন মুখ্যমন্ত্রী—বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top