মহারাষ্ট্রের সরকার গঠনে এক নয়া টুইস্ট

মহারাষ্ট্রের সরকার গঠনে এক নয়া টুইস্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মহারাষ্ট্র, ২৩ নভেম্বর, সাত সকালেই মহারাষ্ট্রে এক বড় টুইস্ট। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ ও উপমূখ্যমন্ত্রীর পদে এনসিপি-এর অজিত পওয়ার। কাল রাত পর্যন্ত সকলেই জানত মুখ্যমন্ত্রী হবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। কিন্তু মধ্য রাতের বৈঠকের পরই মাত্র কয়েক ঘন্টায় এল এক নয়া চমক। ফের একবার মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়নবীশ। এদিন ভোর ৬টা নাগাদ রাজভবনে গিয়ে শপথ নেন তাঁরা। ফড়নবীশ ও পওয়ার কে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মহারাষ্ট্রের সরকার গঠনের এই নাটকীয় মোড় আবাক করেছে অনেককেই। সকলেই ভাবছেন কি হল হঠাৎ! সরকার গঠনে এমন টুইস্ট আসবে তা কেউই ভাবতে পারেনি। তবে শপথ গ্রহনের পর ফড়নবীশ বলেন, মহারাষ্ট্রে একটী স্থায়ী সরকার চায়, খিচুড়ি সরকার নয়। তাঁর কথায় মানুষ তার রায় আগেই জানিয়েছিল, কিন্তু শিবসেনা অন্য দলের সঙ্গে জোট বাঁধার চেষ্টা করে তার ফলেই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়। বিজেপি ভোটে লড়ে ১০৫টি আসন পেয়েছে ও এনসিপির ৫৪ বিধায়কই বিজেপিকে  সমর্থন করেছে, এই বলে অজিত পাওয়ার চিঠি দেন ভগৎ সিং কে। তারপরই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবীশ।

রাতের অন্ধকারের এরূপ সিদ্ধান্তে কংগ্রেস জানান, পেছন থেকে ছুরি মারা হয়েছে, এটা শুধুমাত্রই একটা পাওয়ারের খেলা। শরদ পাওয়ার সবটাই জানতেন। রনদীপ সুরেজ ওয়াল বলেন, মহারাষ্ট্রবাসীদের সঙ্গে বেইমানি করা হল।রাতের অন্ধকারে লুকিয়ে সরকার গঠন করা হল।

এ প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, “আমি দেবেন্দ্র ফড়নবিশের নাম নেব না। কারণ বিজেপি ক্ষমতার জন্য যা খুশি তাই করতে পারে। তবে অজিত পাওয়ার যেভাবে শিবাজির মহারাজের ভূমিকে বাজেয়াপ্ত করেছেন, তার জন্য মহারাষ্ট্রের মানুষ তাদের কোনওদিন ক্ষমা করবে না”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top