মহারাষ্ট্রে রাস্তার মাঝখানে আয়েশ বাঘ, থমকে গেল যান চলাচল

মহারাষ্ট্রে রাস্তার মাঝখানে আয়েশ বাঘ, থমকে গেল যান চলাচল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – মহারাষ্ট্রের চন্দ্রপুরে সম্প্রতি ভাইরাল হয়েছে এক ভিডিয়ো, যেখানে দেখা যায় রাস্তার মাঝখানে বসে রয়েছেন একটি বাঘ। বাফার জোনে থাকা এই ডোরাকাটা বাঘ রোদ পোহাচ্ছেন, আর তাকে দেখে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়—গাড়ি-বাইক সহ সমস্ত নিত্যযাত্রী অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বাঘটি সরার জন্য।

ভিডিয়োয় দেখা যায়, বাঘ কখনও শুয়ে থাকে, কখনও বসে থাকে। রাস্তার লাইনে থাকা যান চলাচলেও তার কোনও হেলদোল নেই। গাড়ি বা বাইককে হর্ন বাজাতেও দেখা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, এই রাস্তা দিয়েই গ্রামগুলিতে যোগাযোগ হয় এবং ভোর বা সন্ধ্যাবেলায় প্রায়শই বন্যপ্রাণী দেখা যায়। বন দপ্তরও নিয়মিত পরামর্শ দেয়, বন্যপ্রাণী দেখা দিলেও হর্ন বাজানো বা গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ানো উচিত নয়।

ভিডিয়োটি স্থানীয় কেউ ক্যামেরাবন্দি করেছেন। এই দৃশ্য মনে করিয়ে দেয়, জঙ্গল ও বন্যপ্রাণীর ক্ষেত্রটি তাদেরই; মানুষ অতিথি মাত্র। এমন পরিস্থিতি মানুষের এবং বন্যপ্রাণীর সহাবস্থানের উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে। ভারতের বিভিন্ন প্রান্তে বারবার মানুষ-বন্যপ্রাণ সংঘাতের ঘটনা ঘটে। হাইওয়েতে গাড়ির ধাক্কায় বন্যপ্রাণের মৃত্যুও সচরাচর ঘটে। তাই এই ভাইরাল ভিডিয়ো সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top