রাজ্য – মহালয়ার সকালে রাজ্যের আকাশে মেঘের দাপট বাড়ার ইঙ্গিত মিলেছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আজ সারাদিন মেঘলা আকাশের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির ছিটেফোঁটায় দিন কাটতে পারে। সেপ্টেম্বর মাসের গড় তাপমাত্রা যেখানে ২৬-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, আজকের দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাবে।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কালিম্পংয়ে আজ দিনভর আকাশ থাকবে মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরের উপর তৈরি হওয়া একটি চক্রাকার বায়ুমণ্ডলীয় ঘূর্ণি মায়ানমার উপকূল পেরিয়ে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে পৌঁছেছে। এর ফলে কোচবিহার ও জলপাইগুড়িতে বিশেষভাবে ৭-১১ সেমি বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮-৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪-২৬ ডিগ্রির মধ্যে। বাতাসের গতি ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার হতে পারে, আর্দ্রতা ৮৫-৯০ শতাংশের ঘরে ঘুরবে। নদীতীরবর্তী এলাকায় পানীভূতির ঝুঁকি থাকায় স্থানীয় প্রশাসন আগে থেকেই সতর্কবার্তা জারি করেছে। মহালয়ার দিনে তীর্থযাত্রীদেরও সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে পরিস্থিতি তুলনামূলকভাবে মৃদু। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়ায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও দুপুরের পর ঘন মেঘে ঢেকে যাবে আকাশ, সঙ্গে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১-৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃষ্টির পরিমাণ গড়ে ২-৫ সেমি হতে পারে।
দক্ষিণবঙ্গে আর্দ্রতার হার ৮৭-৯৩ শতাংশে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে, যা শহুরে জীবনে অস্বস্তি তৈরি করতে পারে। সূর্যের আলো ৭-৯ ঘণ্টা পাওয়া গেলেও মেঘাচ্ছন্ন আকাশে তার উজ্জ্বলতা কম থাকবে। তবে বীরভূম ও পশ্চিম বর্ধমানে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। মহালয়ার দিনে তাই একদিকে উত্তরবঙ্গে প্রবল বর্ষণ, অন্যদিকে দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি—দু’ভাবেই উৎসবের সকালে আবহাওয়া রাখছে ভিন্ন ছাপ।
