কলকাতা – দুর্গোৎসবের এক বিশেষ আচার হল নবপত্রিকা স্নান, যা প্রচলিত ভাষায় কলা বউ স্নান নামে পরিচিত। মহাসপ্তমীর পুণ্য লগ্নে কলাগাছকে প্রতীকী দেবী রূপে পুজো করে গঙ্গার পবিত্র জলে স্নান করানো হয়।
শনিবার সকাল থেকেই কলকাতা ও আশেপাশের বিভিন্ন ঘাটে ঘাটে এই আচার পালিত হয়। ঢাকের তালে ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই স্নানই দেবীর সপ্তমী পুজোর সূচনা ঘোষণা করে।
