মহাসমারোহে শুরু হল অষ্টম বর্ষ পানিহাটি উৎসব ও বইমেলা। শুরু হল ১২ দিন ব্যাপী অষ্টম বর্ষ পানিহাটি উৎসব ও বইমেলা। মঙ্গলবার সন্ধ্যায় সোদপুর অমরাবতী খেলার মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার মাননীয় স্পিকার বিমান বন্দোপাধ্যায়। পাশাপাশি এদিন উৎসব প্রাঙ্গনে বইমেলারও উদ্বোধন করা হয়।
এবারের বইমেলায় নামিদামি প্রকাশনি সংস্থা ৩৮ বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে। এদিনের মুল উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী সোভনদেব চট্টোপাধ্যায়, নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক,দমদমের সাংসদ সৌগত রায়, উৎসব কমিটির সভাপতি ও পানিহাটির বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ,আমডাঙার বিধায়ক রফিকুর রহমান,নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ,পানিহাটির পুরপ্রধান মলয় রায়,কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা, খড়দহের পুরপ্রধান নিলু সরকার,মুখ্য সংগঠক তির্থঙ্কর ঘোষ, সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
উৎসব চলবে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। সংগঠকদের পক্ষ্য থেকে জানা গেছে, উৎসব চলাকালীন প্রতিদিনই মুম্বাই ও কোলকাতার নামিদামি শিল্পীদের নিয়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও উৎসব প্রাঙ্গনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফুড পার্ক,আই টি পার্ক,চিল্ড্রেন পার্ক, পুষ্প প্রর্দশনী, চিত্র ও আলোক চিত্র প্রদর্শনী, রঙ বেরঙের পাখির মেলা, হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র, সৃজনশীল অঙ্কন প্রতিযোগিতা ছাড়াও উৎসব প্রাঙ্গনে থাকছে স্বাস্থ পরিসেবা কেন্দ্র।
আরও পড়ুন – বিশ্বকাপ ফাইনালে দীপিকার ট্রফি উন্মোচনের কারণ
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার বিমান বন্দোপাধ্যায় বলেন,রাজ্যের প্রতিটি মানুষের মনের মধ্যে মেলা ও খেলা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। বিরোধীরা এব্যাপারে অহেতুক দানখয়রাতি বলে বিরুপ মন্তব্য করে থাকেন। আমাদের বিধানসভা অত্যন্ত সমৃদ্ধ বিধানসভা। এই বিধানসভায় বিভিন্ন পেশার মানুষ যুক্ত আছেন। বিরোধীদের বক্তব্য রাখার জন্যে ৭০ শতাংশ সময় নির্ধারিত করে থাকি। তারা যেন সরকারের কাজের গঠনমূলক আলোচনায় অংশগ্রহন করতে পারেন। মহাসমারোহে শুরু