মহা সমারোহে অনুষ্ঠিত হল তৃণমূলের বিজয়া সম্মেলন। সারা রাজ্যের সাথে ২৮ নম্বর চোপড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল চোপড়া থানা মাঠে মঙ্গলবার । চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদোগে বিজয়া সম্মেলন এর সূচনা হয় একটি বিরাট শোভা যাত্রার মধ্য দিয়ে । চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু করে চোপড়া বাজার পরিক্রমা করেন । এরপর চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ ব্লক মহিলা সভাপতি আসমত আরা বেগম চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোঃ আজহারউদ্দিন প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের কাজ শুরু হয় ।
এরপর অনুষ্ঠানের অতিথি দের পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় । অনুষ্ঠানের মাঝে মাঝে নৃত্য ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা । চোপড়ায় শতাধিক দুর্গাপুজো শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সমস্ত পুজো কমিটি এবং সকল চোপড়া বাসিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এবং চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহার উদ্দিন।
আরও পড়ুন – নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে জেলে সিভিক ভলেন্টিয়ার
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের মুখপাত্র সুদীপ রাহা । ছাত্র নেতা তার বক্তব্যে বলেন আগামি পঞ্চায়েত নির্বাচনে চোপড়া থেকে বিজেপির পদ্ম ফুল উপরে ফেলে প্রত্যেকের উঠোনে জোড়া ঘাস ফুল ফুটিয়ে দিদির হাত আরও মজবুত করতে হবে । সুদীপ বাবুর বক্তব্যে চোপড়া ব্লক তৃণমূল যেন একটু বাড়তি টনিক পেয়েছে । অনুষ্ঠান শেষে চোপড়া ব্লকের দশটি পুজো কমিটিকে পুরস্কার দেওয়া হয় চোপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে।
অনুষ্ঠানে অনন্যা বিশ্বাসের নৃত্য সকলকে মুগ্ধ করেছে । মহা সমারোহে