মহিন্দ্রা গ্যাংটকের চালু করল নতুন রিসোর্ট, নাম ভিনটুনা। মহিন্দ্রা হলিডেজ এন্ড রিসোর্ট লিমিটেড ইন্ডিয়া তাদের নতুন রিসোর্ট শুরু করেছে সিকিমের রাজধানী গ্যাংটক। নতুন রিসোর্টের নাম ভিনটুনা। ঝা চকচকে রিসোর্ট, অভিনব ডিজাইন পর্যটকদের নজর কাড়বে। সিকিমের রাজধানী গ্যাংটক বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয়। সুসজ্জিত গ্যাংটক শহরকে দেখবার টানে দূর দূরান্ত থেকে পর্যটক এসে থাকেন। গ্যাংটক এর থেকে খানিকদুরেই রয়েছে নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবা মন্দির।
আরও পড়ুন – চাদের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর কার্যালয় পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা, নিহত ৫০
যেগুলি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। ছাঙ্গু লেকে শীতকালে জল বরফে পরিণত হয়। এই অভিনব দৃশ্য দেখবার জন্য উৎসুক হয়ে থাকেন পর্যটকরা। এছাড়া নাথুলা পাস, বাবা হরভজন সিং এর মন্দির দেখবার জন্য প্রতিবছর পর্যটকদের সমাগম লক্ষ্য করা যায়। রাজধানী গ্যাংটকে মহিন্দ্রা ব্যান্ড চালু করেছে নতুন রিসোর্ট , রিসোর্ট এর চাকচিক্য তাক লাগিয়ে দেবে। সব রকম সুযোগ-সুবিধা রয়েছে রিসোর্টে, উল্লেখযোগ্য স্পা, সুইমিং পুল, ইনডোর গেম, সহ আরো অত্যাধুনিক সুযোগ-সুবিধা পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।
মহিন্দ্রা হলিডেজ এন্ড রিসোর্ট লিমিটেড ইন্ডিয়া তাদের নতুন রিসোর্ট শুরু করেছে সিকিমের রাজধানী গ্যাংটক। নতুন রিসোর্টের নাম ভিনটুনা। ঝা চকচকে রিসোর্ট, অভিনব ডিজাইন পর্যটকদের নজর কাড়বে। সিকিমের রাজধানী গ্যাংটক বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয়। সুসজ্জিত গ্যাংটক শহরকে দেখবার টানে দূর দূরান্ত থেকে পর্যটক এসে থাকেন। গ্যাংটক এর থেকে খানিকদুরেই রয়েছে নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবা মন্দির। যেগুলি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।
ছাঙ্গু লেকে শীতকালে জল বরফে পরিণত হয়। এই অভিনব দৃশ্য দেখবার জন্য উৎসুক হয়ে থাকেন পর্যটকরা। এছাড়া নাথুলা পাস, বাবা হরভজন সিং এর মন্দির দেখবার জন্য প্রতিবছর পর্যটকদের সমাগম লক্ষ্য করা যায়। রাজধানী গ্যাংটকে মহিন্দ্রা ব্যান্ড চালু করেছে নতুন রিসোর্ট , রিসোর্ট এর চাকচিক্য তাক লাগিয়ে দেবে। সব রকম সুযোগ-সুবিধা রয়েছে রিসোর্টে, উল্লেখযোগ্য স্পা, সুইমিং পুল, ইনডোর গেম, সহ আরো অত্যাধুনিক সুযোগ-সুবিধা পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।