বিনোদন – মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী দিনে অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে দর্শকরা ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা উপভোগ করেন। ভারতের প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল মঞ্চে উপস্থিত হয়ে জমকালো পরিবেশ তৈরি করেন। অষ্টমীর দিনে তিনি শ্বেত-রক্তিম শাড়ি, চুড়ি ও ঝুমকো পরিধান করে তাঁর পারফরম্যান্সকে এক অনন্য মাত্রা দেন।
টুর্নামেন্টের থিম সং ‘ব্রিং ইট হোম’-এ কণ্ঠ দেন শ্রেয়া ঘোষাল। তাঁর মিষ্টি সুর ও আবেগময় কণ্ঠ মঞ্চকে মনোমুগ্ধকর করে তোলে। এই অনুষ্ঠান আরও বিশেষ হয়ে ওঠে ১২ বছর পর ভারতীয় মাটিতে মহিলা বিশ্বকাপের আসর বসার কারণে। জাতীয় সঙ্গীতের আবেগপূর্ণ পরিবেশ উদ্বোধনী অনুষ্ঠানে হৃদয়স্পর্শী মুহূর্ত উপহার দেয়, দর্শক ও খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ও উজ্জীবন ছড়িয়ে দেয়।
