দুই মহিলার উপর ঝাড়গ্রাম পৌরসভার দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম পৌরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি তে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস, একটি করে আসনে জয়লাভ করে সিপিআই ও একজন নির্দল প্রার্থী।ঝাড়গ্রাম পৌরসভার কে পৌরপ্রধান হবে তা নিয়ে কয়েকদিন ধরেই চলছিল নানান জল্পনা কল্পনা। অবশেষে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্তের সিদ্ধান্ত সোমবার দলের জেলা কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দেবনাথ হাঁসদা দলীয় কাউন্সিলরদের সামনে মুখ বন্ধ করা খাম খুলে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর নাম ঘোষণা করেন।
সেখানে দেখা যায় ঝাড়গ্রাম পৌরসভার ৮ নম্বর থেকে জয়ী কবিতা ঘোষকে চেয়ারম্যান ও ৪নম্বর ওয়ার্ড থেকে জয়ী সুখী সরেন কে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী ১৭ মার্চ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ করা যায় যে ঝাড়গ্রাম পৌরসভার প্রশাসক বোর্ড এর বিদায়ী চেয়ারম্যান ছিলেন কবিতা ঘোষ । সেই কবিতার প্রতি আস্থা রাখল দল।
আর ও পড়ুন নন্দীগ্রাম দিবসে টুইটে ২০০৭-র ঘটনা স্মরণ করলেন মমতা
তবে বিদায়ী পৌরসভার চেয়ারম্যান দুর্গেশ মল্লদেবকে চেয়ারম্যান করা হবে বলে অনেকেই অনুমান করেছিলেন ।কিন্তু সব আশায় জল ঢেলে দিয়েছে তৃণমূল এর রাজ্য নেতৃত্ব। প্রথম জয়লাভ করে কাউন্সিলর হওয়া সুখী সরেনকে ভাইস চেয়ারম্যান করেছে দল। ভাইস চেয়ারম্যান হওয়ার দৌড়ে অনেকেই ছিলেন। কিন্তু সুখী সরেনকে বেছে নিয়েছে দল । যার ফলে ঝাড়গ্রাম পৌরসভার দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস দুই মহিলার হাতে।
উল্লেখ্য, দুই মহিলার উপর ঝাড়গ্রাম পৌরসভার দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম পৌরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি তে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস, একটি করে আসনে জয়লাভ করে সিপিআই ও একজন নির্দল প্রার্থী।ঝাড়গ্রাম পৌরসভার কে পৌরপ্রধান হবে তা নিয়ে কয়েকদিন ধরেই চলছিল নানান জল্পনা কল্পনা। অবশেষে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্তের সিদ্ধান্ত সোমবার দলের জেলা কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দেবনাথ হাঁসদা দলীয় কাউন্সিলরদের সামনে মুখ বন্ধ করা খাম খুলে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর নাম ঘোষণা করেন।