পূর্ব বর্ধমান – বৃহস্পতিবার এক মহিলার মৃত্যু উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আবুজহাটি এলাকায়।এখানেই নিজেদের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার হয় এক মহিলার দেহ|নাম মীরা সরকার, বয়স আনুমানিক ৭২ বছর এবং গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তার স্বামী নীলাদ্রি সরকারকে।স্থানীয়দের অভিযোগ পরিকল্পনা করে মারার চেষ্টা করা হয়েছিল ওই বৃদ্ধ দম্পতিকে, স্বামীকে মারতে না পারলেও স্ত্রী মিরা সরকারকে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকা জুড়ে, ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশর আধিকারিকরা।
ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ, আহত নীলাদ্রি সরকারকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। পরিবার ও স্থানীয় বাসিন্দারা চাইছেন এই ঘটনার সঠিক তদন্ত হোক, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
