উত্তর দিনাজপুর – খৈনি কেনার অছিলায় দোকানে প্রবেশ করে এক যুবক, এরপর লক্ষ্মীর ভান্ডার, আধার কার্ড সংশোধন প্রভৃতি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্দরমহলে ঢুকে যায় যুবক। যুবকের চালচলনে সন্দেহ হওয়ায় মহিলা চিৎকার শুরু করে।বেগতিক দেখে যুবক পালিয়ে যেতে গেলে আশপাশের মানুষজন ধরে ফেলে।এই ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গনপিটুনি দেয়। আগুন লাগিয়ে দেওয়া হয় তার বাইকে।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ১২ নম্বর বরুয়া অঞ্চলের সিজগ্রাম এলাকায়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় পুলিশ ঐ যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। লিখিত অভিযোগ দায়ের হয়েছে রায়গঞ্জ থানাতে।
