খেলা – আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে মহিলা প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও ২০২৪ সালের বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ। সবথেকে আকর্ষণীয় বিষয়, আজ একে অপরের প্রতিপক্ষ হিসেবে লড়বেন ভারতীয় ক্রিকেটের দুই তারকা স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌর, যাঁরা বিশ্বকাপে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে শিরোপা এনে দিয়েছিলেন।
ডিওয়াই পাতিল স্টেডিয়াম ভারতীয় মহিলা ক্রিকেটারদের কাছে বিশেষ আবেগের জায়গা। এই মাঠেই ২০২৫ সালের নভেম্বরে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত প্রথমবার আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জেতে। সেই ঐতিহাসিক দলের সদস্য ছিলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, অমনজোত কৌর, রাধা যাদব ও রিচা ঘোষ। আজ সেই বিশ্বজয়ী ক্রিকেটাররাই আবার একে অপরের বিরুদ্ধে নামছেন, তবে ভিন্ন জার্সিতে।
আগামী এক মাস ধরে পাঁচটি দল অংশ নেবে এবারের ডব্লিউপিএলে। টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি দলই জয়ের জন্য মরিয়া থাকবে। গত মরশুমে দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ফলে এবারের উদ্বোধনী ম্যাচেও আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে তারা। অন্যদিকে, প্রথম ম্যাচ জিতেই টুর্নামেন্টে শক্ত বার্তা দিতে চাইবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এই মরশুমে আরসিবি দলে যুক্ত হয়েছে রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, পূজা ভাস্ত্রকর, লরেন বেল, গ্রেস হ্যারিস, নাদিন ডি ক্লেয়ার ও জর্জিয়া ভলের মতো একাধিক নতুন মুখ। অন্যদিকে, দু’বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের দল আরও মজবুত করতে দলে নিয়েছে শাবনিম ইসমাইল, নিকোলা ক্যারি, সংস্কৃতি গুপ্তা ও মিলি ইলিংওয়ার্থের মতো তারকা ক্রিকেটারদের।
এই ডব্লিউপিএল শুধু একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টই নয়, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা ও জেমাইমা রদ্রিগেজদের কাছে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিরও বড় সুযোগ। এবারের ডব্লিউপিএলে মোট ২২টি ম্যাচ খেলা হবে। প্রথম ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে, আর এলিমিনেটর ও ফাইনাল-সহ পরের ১১টি ম্যাচ হবে বরোদায়।




















