
নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-▪ মহিষবাথান ব্রিজের কাছে মেট্রো রেল সম্প্রসারণে জট কাটাতে পরিদর্শন করেন বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোস , সঙ্গে ছিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, কাউন্সিলর মেট্রো রেল আধিকারিক, হিডকো আধিকারিক, নাবদিগন্ত আধিকারিকরা ও বিধান নগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিক। এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো রেলের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে মহিষবাথান এলাকার বেশ কিছু দোকান বাড়ি। আজ সেই এলাকা পরিদর্শন করেন আধিকারিকরা।আগামীকাল বৈঠক হবে এই জট কাটাতে।এই সব দোকান বাড়ির জন্য পিলার তৈরি করতে অসুবিধা হচ্ছে আর তাতে বাধা আসছে মেট্রো রেলের সম্প্রসারণে। এদের সাথে বৈঠকে বসবে কর্তৃপক্ষ , পাশেই একটি জায়গায় টেম্পুয়ারী শিফট করা হবে যাতে কাজটা সুষ্ঠ ভাবে এগোনো যায় আর পরবর্তী সময়ে আবার পুরোনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে তাদের।



















