বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের দ্বার উদঘাটনে মহুয়া, কী বললেন? নদীয়া জেলার নাকাশিপাড়া বিধানসভা বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে অক্সিজেন প্লান্টেড দ্বারোদ্ঘাটন করলেন সাংসদ মহুয়া মৈত্র।
উপস্থিত ছিলেন জেলাশাসক শশাঙ্ক শেট্টি, স্থানীয় বিধায়ক কল্লোল খাঁ, হাসপাতাল সুপার ডাক্তার সুকল্যাণ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি ব্রজেশ্বর রায় সহ-সভাপতি রিতা মল্লিক জেলা পরিষদের সদস্য মল্লিকা চ্যাটার্জী স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক কল্লোল বিশ্বাস ও ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সোমনাথ ভট্টাচার্যসহ অনেকে।
সাংসদ মহুয়া মৈত্র অক্সিজেন প্লান্টের দ্বার উদঘাটন করতে গিয়ে বলেন যে নদীয়া জেলায় আমরা করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য চারটি অক্সিজেন প্লান্ট এর অনুমোদন পাই। তারমধ্যে বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতাল এ অক্সিজেন প্লান্ট এর শুভ সূচনা হয়ে গেল এ দিন থেকে। এই অক্সিজেন প্লান্ট তৈরি করতে ব্যয় হয়েছে ৭০ লক্ষ টাকা।
তিনি আরো জানিয়েছেন যে করো না পরিস্থিতির সংকটে রোগ প্রতিরোধে অক্সিজেন এর গুরুত্ব অপরিসীম। আসছে তৃতীয় ঢেউ। আমরা দেখেছি দ্বিতীয় কেউ করোনা পরিস্থিতিতে বহু মানুষকে আমরা হারিয়েছি যেখানে অক্সিজেনের অভাবে মানুষ শ্বাস-প্রশ্বাস নিতে পারেনি মারা গেছেন সেই সংকট কাটাতে আমরা এই অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত নেই। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই কাজটি করতে সফলতা পেয়েছি।
আর ও পড়ুন মাকে খুন করে ঘরের মেঝেয় পুঁতে দেওয়ার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে
এই গ্রামীণ হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরি হয়েছে এবং যেখানে রোগী থাকবেন সেখানে বেডে অক্সিজেন পাবেন এছাড়া আগামী দিন এখান থেকেই অক্সিজেন ধরতে পারবেন অন্য সিলিন্ডারে এখন থেকে আর কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে যেতে হবে না তার সংকট থেকে রেহাই পেলেন এলাকার মানুষ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত রকম উদ্যোগ গ্রহণ করেছিলেন সেই সাথে আমাদের নদীয়া জেলার সমস্ত পুলিশ আধিকারিক নার্স চিকিৎসক-পুলিশ প্রত্যেকেরই দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা সফলতা পেয়েছি আজ আমরা অক্সিজেন প্লান্টের কাজটা দ্রুত বাস্তবায়িত করতে পেরে আমরা খুশি হয়েছি জানালেন স্থানীয় বিধায়ক কল্লোল খাঁ।
এলাকার নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক কল্লোল খাঁ। সাংসদ মহুয়া মৈত্র আরও জানিয়েছেন যে নদিয়া জেলা চাপড়া করিমপুর ধুবুলিয়া এবং বেথুয়া ডরি দিয়ে চারটি অক্সিজেন প্লান্টের কাজ শুরু হয়েছে তার মধ্যে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে অক্সিজেন প্লান্ট এর এর উদ্বোধন হলো। বাকিগুলি দ্রুত উদ্বোধন হবে উপকৃত হবেন সকলে।