মহেশতলায় এমজি গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় রাত্রির লড়াই

মহেশতলায় এমজি গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় রাত্রির লড়াই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দক্ষিণ 24 পরগনা- দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকায় সোমবার গভীর রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগে স্থানীয় এমজি (MG) গাড়ির ওয়ার্কশপ ও শোরুমে। রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা ও জিনজিরাবাজার থানার পুলিশ আধিকারিকরা।

দমকলের দুটি ইঞ্জিন প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করলেও আগুনের তীব্রতা ক্রমশ বেড়ে যাওয়ায় আরও সাত থেকে আটটি ইঞ্জিন পাঠানো হয়। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। দলীয় কাউন্সিলর জানিয়েছেন, আগুনের মাত্রা এতটাই ভয়ঙ্কর ছিল যে শোরুমের ভেতরে থাকা একাধিক গাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

দমকল সূত্রে প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে। সৌভাগ্যবশত, এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। পাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত বাকি গাড়িগুলি সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে এসে দেখেন শোরুম থেকে দাউ দাউ করে ধোঁয়া ও আগুন বেরোচ্ছে। পুলিশ ও দমকলের দ্রুত উপস্থিতিতে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top