মাওবাদীরা জঙ্গল মহলে নাশকতার ঘটনা ঘটাতে পারে, তাই নেতাদের সন্ধ্যা ছটার মধ্যে ঘরে ফেরা পরামর্শ পুলিশের। আগামী ১৫দিনের জন্য হাইএলার্ট জারি করা হয়েছে জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত সমস্ত থানা এলাকায়। আগামী ১৫ দিনের জন্য সমস্ত পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। পুলিশ সূত্রে খবর কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে পুলিশের কাছে রিপোর্ট এসেছে মাওবাদীরা জঙ্গলমহলের যেকোনো জায়গায় যে কোনো বড়ঘটনা ঘটানোর সম্ভাবনা আছে। আর তার জেরেই শুক্রবার থেকে জঙ্গলমহলের প্রতিটি থানা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে ।
৮ ই এপ্রিল বনধ এর সমর্থনে মাওবাদী নামাঙ্কিত পোস্টারে মাওবাদী দের ডাকা বনধ এ ব্যাপক সাড়া পড়েছিলো জঙ্গল মহলে। তারপর থেকেই বিভিন্ন জায়গায় অপারেশন শুরু করে যৌথ বাহিনী। এই সতর্কবার্তার পর পুলিশ জঙ্গল মহলে তল্লাশি, নাকা শুরু করেছে। তবে মাওবাদীদের আনাগোনা জঙ্গলমহলে বাড়ছে। যা কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে পরিষ্কার উল্লেখ করা রয়েছে । ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকায় ঝাড়খন্ড সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে মাওবাদীরা রাতের অন্ধকারে আসা-যাওয়া করছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি অবগত করেছে।
আর ও পড়ুন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের প্রাণের ইছামতীর পাড়ে নববর্ষ পালন
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জঙ্গলমহল এলাকার প্রতিটি থানায় হাইএলার্ট জারি করেছে। যার ফলে ফের জঙ্গলমহলের আকাশে অন্ধকার এর কালো মেঘ ঘনিয়ে আসছে বলে জঙ্গলমহলের বাসিন্দারা আশঙ্কা করছেন। পুলিশের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদের সন্ধে ছটার মধ্যে ঘরে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। মিটিং, সমাবেশ সন্ধ্যার আগেই শেষ করতে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এমনই এক নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্বেও দলের নেতা ও কর্মীরা সজাগ রয়েছে।
তিনি বলেন মাওবাদীরা শান্ত জঙ্গলকে ফের অশান্ত করার চেষ্টা করলে জঙ্গলমহলের মানুষ তার যোগ্য জবাব দেবেন। জঙ্গলমহলে উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শান্তি ও উন্নয়নের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে ।তবে তিনিও তার দলের নেতা ও কর্মীরা সজাগ রয়েছেন বলে জানান। সেই সঙ্গে জঙ্গলমহলের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের ডিজি শনিবার ঝাড়গ্রাম পুলিশ লাইনে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক দের সাথে এক বৈঠক করেন বলে পুলিশ সূত্রে জানা যায়।