বিনোদন – আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে ‘আমার বস’। এই ছবির মাধ্যমে ২২ বছর পর ফের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। বর্তমানে ‘আমার বস’-এর প্রচারে ব্যস্ত উইন্ডোজ প্রোডাকশন হাউজ। শুরু থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে।একজন ‘সিঙ্গল মাদার’-এর গল্প নিয়ে তৈরি ‘আমার বস’। মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন রাখি গুলজার এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে জানেন কি, ছবিতে রাখি অভিনীত শুভ্রা গোস্বামী চরিত্রটি শিবপ্রসাদ চিত্রনাট্যে বুনেছেন নিজের মা জয়া মুখোপাধ্যায়ের আদলে?
একাধিক সাক্ষাৎকারে পরিচালক শিবপ্রসাদ জানিয়েছিলেন এই ছবি তাঁর হৃদয়ের ভীষণ কাছের। এদিন ফেসবুকে এই ছবি সম্পর্কে তাঁর করা একটি পোস্ট যেন সেকথা নতুন করে বোঝাল। ‘আমার বস’ ছবির অন্যতম পরিচালক লিখলেন, “আমার মা যেদিন প্রথমবার নতুন অফিসে এসেছিলেন সেদিন আমাকে বললেন, ‘স্বপনের ইসকিমিয়া আছে, স্বপন যেন লিফ্ট ছাড়া অত ওঠা নামা না করে’। আরও বলেছিলেন, ‘স্বপনের মেয়ে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। স্বপনের খুব চিন্তা এরপর মেয়েকে কোথায় পড়াবে’। অফিসের স্বপন কে? তার কি অসুখ? তার মেয়ের খবর, এর কোনটাই আমার জানা ছিল না। মা বলার পর জানলাম স্বপন আসলে কাকা বাবু, যিনি আমাদের দেখাশোনা করেন, অফিসে সযত্নে সবার চা বানিয়ে দেন। সেদিনের পর থেকে কাকাবাবু কে বলেছি সিঁড়ি দিয়ে অযথা ওঠা নামা না করতে। মা প্রথম বলেছিলেন, এমপ্লয়ীদের কাজ বুঝবে অথচ তাদের মন বুঝবে না? ‘আমার বস’ আমার মায়ের জন্য আর আমার পর্দার মা, রাখী গুলজারের জন্য।”
