মা’কে হারালেন অরিজিৎ সিং

মা’কে হারালেন অরিজিৎ সিং

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ২০ মে ২০২১ :করোনা সংক্রমণের মধ্যেই মাতৃহারা হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। জানা গিয়েছে, বুধবার রাত এগারোটা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অদিতি সিং। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতলের তরফ থেকে।সূত্রের খবর, করোনায় আক্রান্ত হয়েছিলেন গায়কের মা অদিতি সিং। প্রথমে বহরমপুর মাতৃসদন এবং পরে অবস্থার অবনতি ঘটায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়ছিল। একমো সাপোর্ট চলছিল তাঁর। ছিল হাইপার টেনশনের সমস্যাও। মাঝে এ নেগেটিভ গ্রুপের রক্তেরও প্রয়োজন হয়েছিল। গত ১৭ মে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভও এসেছিল। প্রায় ২১ দিনের লড়াই এর অবসান ঘটল । তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top