কলাপাতায় মাখামাখি ডিম রেসিপি এক বার খেলে বার বার খেতে ইচ্ছে করবে

কলাপাতায় মাখামাখি ডিম রেসিপি এক বার খেলে বার বার খেতে ইচ্ছে করবে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মাখামাখি

কলাপাতায় মাখামাখি ডিম রেসিপি এক বার খেলে বার বার খেতে ইচ্ছে করবে।অন্য আর দশটা খাবারের পাশাপাশি এই খাবারটিও আপনার জিভে জল এনে দেবে গ্যারান্টি।

 

উপকরণ 

২ চামচ সরষের তেল,

১ চা চামচ জিরে,

২টো শুকনো লঙ্কা,

১ চা চামচ নুন,

২টো মাঝারি মাপের পেঁয়াজ,

২ ইঞ্চি মাপের আদা কুঁচি,

১৫ কোয়া রসুন,

৫-৬টা কাঁচালঙ্কা,

১টা মাঝারি মাপের টমেটো,

১/৪ কাপ জল,

১ চা চামচ নুন,

১/২ চা চামচ হলুদ গুঁড়ো,

১/২ কাপ ফ্রেশ ক্রিম,

৪ চা চামচ টমেটো কেচাপ,

৮টা হাঁসের ডিম সেদ্ধ করে ২ ভাগ করা,

বড় মাপের কলাপাতা,

১০ টুকরো করে ক্যাপসিকাম,

সামান্য কসুরি মেথি,

১ চা চামচ মাখন।

 

আর ও  পড়ুন      মানিকে মাগে হিতে গেয়ে আবারও ভাইরাল রানু মণ্ডল

 

প্রণালিঃ

প্রথমে কড়াইতে তেল গরম করে নিন। ১ চা চামচ জিরে, ২টো শুকনো লঙ্কা, ১ চা চামচ নুন, ২টো মাঝারি মাপের পেঁয়াজ বড় টুকরো করে কাটা, ২ ইঞ্চি মাপের আদা কুঁচি, ১৫ কোয়া রসুন, ৫-৬টা কাঁচালঙ্কা, ১টা মাঝারি মাপের টমেটো দিয়ে ভালো করে কড়াইতে নেড়ে নিন।

 

এর পর ওই মিশ্রণটি মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে নিন। এবার ওই পেস্টটি কড়াইতে দিয়ে দিন। ১/৪ কাপ জল দিয়ে দিন। স্বাদমতো নুন দিন। এর মধ্যে একে একে ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২ কাপ ফ্রেশ ক্রিম, ৪ চা চামচ টমেটো কেচাপ ভালো করে মিশিয়ে নিন। ৮টা হাঁসের ডিম সেদ্ধ করে ২ ভাগ করে নিন।

 

ওই মিশ্রণের মধ্যে ডিমগুলো দিয়ে দিন। একটা বড় মাপের কলাপাতা আগুনে সামান্য সেঁকে নিন। খুব সামান্য সরষের তেল ব্রাশ করুন। কড়াইতে ওই কলাপাতা দিয়ে ওর ওপর গ্রেভি ও ডিম যোগ করুন। ১০ টুকরো করে ক্যাপসিকাম, লাল ও হলুদ বেলপেপার গ্রেভিতে মাখিয়ে যোগ করুন। অন্য আর একটি কলা পাতায় তেল ব্রাশ করে নিন।

 

উপর থেকে কলাপাতা ঢাকা দিয়ে দিন। উপর থেকে ঢাকনা দিয়ে দিন। অল্প আঁচে রান্না করুন। ৫ মিনিট পর সাবধানে উল্টে ফের ঢাকা দিন। ৫ মিনিট পর সামান্য কসুরি মেথি ছড়িয়ে দিয়ে উপর থেকে ১ চা চামচ মাখন দিয়ে দেলেই তৈরি হয়ে যাবে রেসিপি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top