নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১১ ফেব্রুয়ারি, বনগাঁ থানার মুড়িঘাটায় মাঘী পূর্ণিমা উপলক্ষে এক মেলায় চুতুল নাচ বন্ধ করল পুলিশ। মেলার মধ্যেই টিকিটে ডান্স হাঙ্গামার আসর বসেছিল। ডান্স হাঙ্গামা প্যান্ডেলের সামনে লাগানো পোস্টারে ছিল অশ্লীল ছবি। ভিতরে চলছিল যুবতী মেয়েদের অশ্লীল নাচ।
খবর পেয়ে সোমবার রাতে মেলায় পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। বন্ধ করে দেয় ডান্স-হাঙ্গামা। এবিষয়ে এলাকার মানুষেরাও অভিযোগ তুলেছে, এ-ধরণের নাচের জেরে এলাকার সুস্থ সংস্কৃতি নষ্ট হচ্ছে।এর আগেও গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান বনগাঁ পুলিশ প্রশাসনে অভিযোগ জানিয়েছে।