রাজ্য – মাঘের শুরুতে তাপমাত্রার উত্থান-পতন এখন স্বাভাবিক নিয়ম। আবহাওয়া দপ্তরের মতে, উত্তর ভারত ও উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে উত্তুরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হওয়ায় দক্ষিণবঙ্গসহ গোটা রাজ্যেই শীতের তাপমাত্রা কমতে শুরু করেছে। ফলে শীতের কনকনে অনুভূতি ধীরে ধীরে কমছে।
দক্ষিণবঙ্গে রাত ও ভোরের দিকে এখনও শীতের ছোঁয়া থাকবে, তবে দিনের বেলায় দিনের তাপমাত্রা বাড়বে। আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য চড়ে যেতে পারে, তবে বড়সড় তারতম্য হবে না। সরস্বতী পুজোর সময়ে দিনের বেলা গরমই মূলত অনুভূত হবে। কুয়াশার প্রভাবও দেখা যাবে; কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকবে, তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি হয়নি। শহর কলকাতাতেও আগামী এক সপ্তাহে আবহাওয়া মূলত স্থিতিশীল থাকবে, ভোর-রাতে হিমেল হাওয়ার কারণে ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় সূর্যের তাপে গরম থাকবে।
উত্তরবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, দিনের বেলায় শীতের প্রভাব কমেছে। তবে সকাল ও রাতের দিকে এখনও শীতের ছোঁয়া রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদা জেলাগুলিতে ধীরে ধীরে শীতের তাপ কমতে থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব দেখা যাবে।




















