উত্তর 24 পরগণা – উত্তর ২৪ পরগনার বসিরহাটের তেঘড়িয়া এলাকায় রক্তাক্ত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে ভাগ্নের হাতে খুন হন মামা তুফান মন্ডল (২৮)। মাছ ধরাকে কেন্দ্র করে শুরু হওয়া বিবাদ শেষমেশ মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে তুফান ও তার ভাগ্নে জিৎ মন্ডলের মধ্যে ছিপ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে তুমুল বচসা হয়। সাময়িকভাবে বিরোধ থেমে গেলেও রাত নামতেই তা নতুন রূপ নেয়। রাতে বাড়ি ফেরার পথে তুফানের উপর অতর্কিতে হামলা চালায় জিৎ। পিছন থেকে ভারী ইট দিয়ে মাথায় একের পর এক আঘাত করলে রাস্তাতেই লুটিয়ে পড়েন তুফান মন্ডল।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ তদন্ত শুরু করে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত জিৎ মন্ডলকে গ্রেফতার করে।
এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্তের বাবা নিজেই ছেলের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সামান্য মাছ ধরা নিয়ে খুন পর্যন্ত হতে পারে তা বিশ্বাস করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।
