নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৬ জানুয়ারি, মাঝরাতে দান বাক্স ভেঙে দুঃসাহসিক চুরি মন্দিরে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার শিমুলতলা রাধাগোবিন্দ মন্দিরে। মন্দির কমিটি সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে মন্দিরে চলছে বার্ষিক অনুষ্ঠান সেজন্য দান বাক্সে জমা পড়ছে টাকা। অভিযোগ, গতকাল রাত একটা নাগাদ তিনজন যুবক মন্দিরের সামনে থাকা দান বাক্স ভেঙে সেখান থেকে বেশ কয়েক হাজার টাকা চুরি করে।
বার্ষিক অনুষ্ঠান চলাকালীন এই চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। শনিবার সকালে ঘটনাস্থলে যান বনগাঁ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে চোরদের সনাক্ত করেন বলে দাবি পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।