ভাইরাল – ডলফিন দেখতে সমুদ্রে ভিড় করেছিলেন পর্যটকেরা। স্পিডবোট ঘিরে ডলফিনেরা একের পর এক লাফ দিচ্ছিল জলে। ঠিক তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। লাফ দিতে গিয়ে ভুল করে একটি ডলফিন সোজা গিয়ে পড়ে পর্যটকদের নৌকায়। মুহূর্তেই নৌকার যাত্রীরা চমকে ওঠেন।
নৌকায় ছটফট করতে শুরু করে ডলফিনটি। কেউ কেউ মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন, আবার কয়েকজন তৎপর হয়ে প্রাণীটিকে উদ্ধার করতে এগিয়ে আসেন। ডলফিনটিকে কোলে তুলে নিয়ে সাবধানে ফের সমুদ্রে ছেড়ে দেন তাঁরা। মুক্তি পেয়ে ডলফিনটি সোজা পানিতে মিলিয়ে যায় নিজের সঙ্গীদের সঙ্গে।
এই বিরল দৃশ্যের ভিডিয়ো সম্প্রতি ইনস্টাগ্রামে ‘দ্য_ওয়াইল্ড_সেভিয়র’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সেই পর্যটকদের মানবিক উদ্যোগকে।
