ভাইরাল – মাঝসমুদ্রে দাউ দাউ করে জ্বলছে ৩০০ কোটিরও বেশি মূল্যের প্রমোদতরী। কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে মিলেমিশে ভয়ঙ্কর দৃশ্য তৈরি করেছে। এই চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে স্পেনের ইবিজার কাছে। ‘দ্য ভিঞ্চি’ নামের প্রমোদতরীতে আগুন লেগে যায় মাঝ ভূমধ্যসাগরে।
প্রমোদতরীতে চারজন যাত্রী, দু’জন ক্রু এবং এক জন ক্যাপ্টেন ছিলেন। সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে একজন সামান্য আহত হয়েছেন। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা যায়নি এবং শেষমেশ প্রায় ৩০৬ কোটি মূল্যের প্রমোদতরী পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
ইবিজার মেরিটাইম ক্যাপ্টেন লুইস গ্যাসকন জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬:১৯ মিনিটে স্থানীয় সময় ‘সেস স্যালাইনস ন্যাচারাল পার্ক’-এর কাছে প্রমোদতরীটি ডুবে যায়। আগুনের সূত্র ইঞ্জিন রুম থেকে ছড়িয়েছে বলে জানা গেছে।
আগুনে পুড়ছে প্রমোদতরীর ভিডিয়োটি ‘সালভামেন্তো মারিতিমো’ এক্স হ্যান্ডলের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। নেটাগরিকরা ভিডিয়োটি দেখেই বিস্ময় প্রকাশ করেছেন এবং উদ্বেগও প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর! আমি এমন পরিস্থিতি কল্পনাও করতে চাই না।’’, আরেকজন লিখেছেন, ‘‘৩০০ কোটির প্রমোদতরী পুড়ে গেল! মালিকের অবস্থা ভেবে খারাপ লাগছে।’’
