ভাইরাল – অস্ট্রেলিয়ার বুসেলটনের সমুদ্রে জেটিতে ভ্রমণকালে দুই তরুণী বিরল এক দৃশ্যের সাক্ষী হলেন। তাঁদের জলযানের পাশ দিয়ে হঠাৎই সাঁতরে গেল বিশাল আকারের একটি নীল তিমি। দৃশ্যটি ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করা হলে মুহূর্তেই ভাইরাল হয়।
ভিডিয়োতে দেখা যায়, স্বচ্ছ জলে শান্তভাবে এগিয়ে চলেছে পিগমি ব্লু হোয়েল প্রজাতির এই তিমি। হঠাৎ পাওয়া এই অভিজ্ঞতায় হতভম্ব হয়ে যান তরুণীরা। বুসেলটন জেটি পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও মাঝসমুদ্রে এমন বিরল প্রাণী দেখা অত্যন্ত দুষ্প্রাপ্য ঘটনা।

 
								



















 
															 
															