নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ৩১ মার্চ, নরেন্দ্রপুর থানা এলাকার জগতি পোতায় আগুন লেগে ভস্মীভূত হল ঘাটাল সহ বেশ কয়েকটি বাড়ি। মাঝ রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়।
জানা যায়, রাত দুটো পনেরো নাগাদ এই ঘটনাটি ঘটেছে। এলাকাবাসীদের অভিযোগ, পাশে থাকা একটি ভাঁড় তৈরীর কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর ঘাটালে আগুনটি ছড়িয়ে পড়ে, সেই সময় ঘাটালে ৫০ টিরও বেশি গবাদিপশু ছিল। সেখানে বেশ কয়েকটি গবাদি পশু আগুনে পুড়ে যায়। দমকলকে খবর দেওয়া হলেও বেশ অনেকটা দেরিতে আসার অভিযোগ তোলে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় লোকজনের প্রচেষ্টায় ও পরে একটি দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।