নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,৩রা আগস্ট :দুর্গাপুরের হর্ষবর্ধন রোডে ১০/২হোয়াট এর বাগানের মধ্যে পড়ে থাকতে দেখা যায় একটি মৃতদেহ । তারপর পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ এসে বাগান থেকে মাটিতে মুখ গুজা অবস্থায় ওই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , তাপস লোহার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর স্থায়ী শ্রমিক । বাড়ি স্ত্রী ছেলে নিয়ে থাকতেন । গতকাল রাতে বাড়িতে কেউ ছিলনা । স্থানীয়দের প্রাথমিক অনুমান বাগান থেকে বেরোনোর সময় হার্ট ব্লক হয়ে হয়তো মারা যায় ।গোটা ঘটনার তদন্ত করছে দুর্গাপুর থানার পুলিশ ।
মাটিতে মুখ গুজা অবস্থায় মৃতদেহ উদ্ধার
মাটিতে মুখ গুজা অবস্থায় মৃতদেহ উদ্ধার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram