মাটির উনুন বিতরণ করে রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ। রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনবভাবে মাটির উনুন বিতরণ করে প্রতিবাদ জানাল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এবং ধর্ষণকারীদের মুক্তি দেওয়ার প্রতিবাদ জানিয়ে শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। মাটির উনুন হাতে নিয়ে ও মহিলা তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই মিছিলের নেতৃত্ব দেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী।
আরও পড়ুন – নিজের মেয়ে নাতনির ওপরে এসিড ছুড়ে মারলো নিজেরই মা বাবা সঙ্গে বাদ গেল না নিজেদের নাতনও
এদিন মিছিল চলাকালীন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একাধিক গরিব মহিলার হাতে মাটির উনুন তুলে দিয়ে রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই লড়াইয়ে তাদেরকে সামিল হওয়ারও আহ্বান জানান। প্রতিবাদ মিছিলটি এদিন বালুরঘাট শহর পরিক্রমা করে৷ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে প্রদীপ্তা চক্রবর্তী বলেন বড় বড় ডাইলোগ মেরে মোদী বলেছিল মহিলাদের খড়ির উনুনে রান্না করতে যাতে কষ্ট না হয়
সেই কারনে গরিব মহিলাদের সুবিধার জন্য গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে কিন্তু আজকে রান্নার গ্যাসের দাম – নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, গরিব মানুষেরা ১১০০-১১৫০ টাকা দামের রান্নার গ্যাসের সিলিন্ডার কিনবে কি করে বলে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছোড়েন তিনি। সেই সঙ্গে বলেন মোদীর ভাওতাবাজির বিরুদ্ধে প্রতিকী প্রতিবাদ জানিয়ে আমরা প্রতিবাদ মিছিল করার পাশাপাশি মাটির উনুন বিতরণ করেছি।