মাঠে গরু বাঁধতে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম আহাদ আলী মোল্লা। জয়নগর থানার খড় গোবিন্দ পুরের ঘটনা। এদিন বাড়ির কাছেই মাঠে গরু বাঁধতে যায। হঠাৎই তার পেটে গুলি লাগে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে নিয়ে বারুইপুর হাসপাতাল আশে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। কে বা কারা গুলি চালাল তা নিয়ে ধন্দে পরিবার। জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এদিন সকালে মত নিজের বাড়ির গোয়াল থেকে গরু নিয়ে মাঠে বাঁধতে যাচ্ছিলেন বছর পঞ্চানোর আহাদ আলী মোল্লা। সেই সময় আচমকা একটি গুলি এসে তার পেটে লাগে। গুলিটি তার শরীর ভেদ করে এফোঁড় ওফোঁড় হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাঠেই লুটিয়ে পড়েন আহাদ আলী মোল্লা। গুলির শব্দে আশপাশের মানুষজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালাল সে বিষয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নিজেরাই বন্দুক নারানাড়ি করতে গিয়ে অসাবধান বসত গুলি লেগে গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
মাঠে গরু বাঁধতে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি
মাঠে গরু বাঁধতে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram