সুন্দরবনের মাতলা নদীতে মৎস্যজীবিদের জালে উঠলো বিরল প্রজাতির মাছ। বুধবার সকালে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এক বিরল প্রজাতির মাছ।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মাতলা নদীতে পুরন্দর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বেশ কয়েকজন মৎস্যজীবী নৌকা করে মাতলা নদীতে জাল ফেলে মাছ ধরছিল।সেই সময় মৎস্যজীবীদের জালে এক বিরল প্রজাতির মাছ ওঠে।মাছটি দেখে তারা অবাক হয়ে যায়।এরপর মৎস্যজীবীরা বুঝতে পারে এটি কিরকিরে মাছ।
এ বিষয়ে মৎস্যজীবীরা জানান পুরন্দর এলাকায় মাতলা নদীতে মাছ ধরার সময় মাছটি জালে ওঠে।তবে মাছটির স্থানীয় নাম “কিরকিরে।এমনকি মাছটি বিষাক্ত প্রজাতির।মাছের পেটের নীচে বীষের বড় থলি রয়েছে। এর আগে এমন প্রজাতির মাছ নদীতে ধরা পড়েনি।মাছটির ওজন প্রায় এক কেজির মতো।ভয়ানক আকৃতির মাছটি দেখতে।এদিন মাছটিকে দেখতে স্থানীয় মানুষজনের ভিড় জমে।
আর ও পড়ুন রাজ্যে ওমিক্রন আক্রান্ত সাত বছরের শিশু
উল্লেখ্য, সুন্দরবনের মাতলা নদীতে মৎস্যজীবিদের জালে উঠলো বিরল প্রজাতির মাছ। বুধবার সকালে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এক বিরল প্রজাতির মাছ।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মাতলা নদীতে পুরন্দর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বেশ কয়েকজন মৎস্যজীবী নৌকা করে মাতলা নদীতে জাল ফেলে মাছ ধরছিল।
সেই সময় মৎস্যজীবীদের জালে এক বিরল প্রজাতির মাছ ওঠে।মাছটি দেখে তারা অবাক হয়ে যায়।এরপর মৎস্যজীবীরা বুঝতে পারে এটি কিরকিরে মাছ। এ বিষয়ে মৎস্যজীবীরা জানান পুরন্দর এলাকায় মাতলা নদীতে মাছ ধরার সময় মাছটি জালে ওঠে।তবে মাছটির স্থানীয় নাম “কিরকিরে।এমনকি মাছটি বিষাক্ত প্রজাতির।মাছের পেটের নীচে বীষের বড় থলি রয়েছে। এর আগে এমন প্রজাতির মাছ নদীতে ধরা পড়েনি।মাছটির ওজন প্রায় এক কেজির মতো।ভয়ানক আকৃতির মাছটি দেখতে।এদিন মাছটিকে দেখতে স্থানীয় মানুষজনের ভিড় জমে।