নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২ রা সেপ্টেম্বর :ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রামের অন্তর্গত মাতলা নদীর চরে ম্যানগ্রোভের জঙ্গল থেকে বছর পঞ্চান্নর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এদিন এলাকার মানুষজন জঙ্গলের মধ্যে দেহটি পড়ে থাকতে পুলিশে খবর দিলে ক্যানিং থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। কিভাবে ঐ ব্যক্তির মৃত্যু ঘটলো সে বিষয়ে তদন্তের পাশাপাশি তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
অন্যদিকে দেহের অদূরে দেবদেবীর ছবি, পুজোর জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়। তা দেখে স্থানীয়দের দাবী নদীর চড়ে এই জঙ্গলের মধ্যে তন্ত্র সাধনা চলছিল। সেই তন্ত্র সাধনার সাথে এই অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃত্যুর কোন কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।